Friday, May 24, 2019

পুলিশে ৯৬৮০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Bangladesh Police Job Circular 2019 | Govt. Job Circular 2019| Gecpabna


Constable:

The Constable is the primary level entry position of Bangladesh Police. Constables are the public face of policing in Bangladesh. They serve the community at the most basic level.

All Constables are directly recruited. The direct recruitment procedure of Constable is conducted by the Superintendent of Police of the concerned district.
Conditions applicable for direct recruitment:
Educational qualifications: SSC or equivalent degree
Age and height:
General quota (Male) Age: 18-20 year, Height: 5’6’’ (Five feet six inch)      
Freedom fighter (Male) Age: 18-32 year, Height: 5’4’’ (Five feet four inch)
General and other quotas (Female) Age: 18-20 year, Height: 5’2’’ (Five feet two inch)
Freedom fighter (Female) Age: 19-32 year, Height: 5’2’’ (Five feet two inch)
Tribal quota (male) Age: 18-20 year, Height: 5’4’’ (Five feet four inch)
Examination: 
Subjects determined by Bangladesh Police
Total number of written exam-40 and total number of viva voce exam-20
Training:
Basic training 06 (six) months
Appointing authority:
Superintendent of Police (SP)

মাধ্যমিক পাশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৯ হাজার ৬৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।


bangladesh police job circular, latest govt. job circular, government job circular, join bd police
Bangladesh Police Job circular

এর মধ্যে ৬ হাজার ৮০০ জন পুরুষ এবং ২ হাজার ৮৮০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে।
এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ অথবা সমমান থাকতে হবে।
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। এছাড়া উপজাতি কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।



আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০১৯ সালের ১ জুন তারিখে ১৮ থেকে ২০ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুন ২০০১ থেকে সর্বোচ্চ ২ জুন ১৯৯৯) হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুন ২০০১ হতে সর্বোচ্চ ২ জুন ১৯৮৭) পর্যন্ত হতে হবে। আর মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২০ বছর (জন্ম তারিখ সর্বনিম্ন ২ জুন ২০০১ থেকে সর্বোচ্চ ২ জুন ১৯৯৯ পর্যন্ত) হতে হবে।
বয়স গণনার ক্ষেত্রে শুধু এসএসসি-সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইন্স মাঠে হাজির থাকতে হবে। আবেদনের সময় বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে।
প্রশিক্ষণ শেষে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেড অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। এছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

See Bangladesh Army Latest Job Circular: Join Bangladesh Army
 


শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: