ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯
১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান। স্কুল ও কলেজ পর্যায়।
প্রশ্নঃ
আজকে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল-২ পর্যায়ের সাধারণ অংশের সমাধান
১.NATO কোন ধরনের জোট ?
-সামরিক জোট
২. বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা কতটি ?
-৮ টি
৩. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?
-ক্যাপ্টেন এম মনসুর আলী
৪. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ?
-১৩৭ নং
৫. ইতিহাসের জনক কে ?
-হেরোডটাস
৬. টেকসই উন্নয়ন কবে গৃহীত হয় ?
-২০১৫ , 25 শে সেপ্টেম্বর
৭. ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় ?
-বেলজিয়াম
৮. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান ?
-৪২৬ জন
৯. নবায়নযোগ্য শক্তি কোনটি ?
-সমুদ্রের ঢেউ
১০. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়?
-১৯৭৪
১১. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়?
-২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
১২.seven sister কোথায় অবস্থিত ?
-ভারতে, ভারতের সাতটি অঙ্গরাজ্যে
১৩. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়?
-২০১১
১৪. বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় ?
-১৯৯৮
১৫. বিশ্ব পরিবেশ দিবস ?
-৫ জুন
১৬. বাংলাদেশ স্কয়ার কোথায় ?
-লাইবেরিয়া
১৭. আফগানিস্তান ভারত কে পৃথক করেছে ?
-ডুরান্ড লাইন
১৮.SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে ?
-প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৯. পাট গবেষণা ইনস্টিটিউট ?
-মানিকগঞ্জ
২০. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরে ছিল?
-২ নম্বর
বাংলা সমাধান
১/চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী
২/পরাশ্রয়ী বর্ণ- ৩
৩/ ষত্ব বিধানে - মাষ্টার
৪/ দিব +লোক
৫/ ন ত্ব খারে না- অগ্রনায়ক
৬/ পুকুরে মাছ আছে- ঐকদেশীয় অধিকরন
৭/ ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে কৃৎ প্রত্যায় হয়
৮/ ভাবে সপ্তমী- চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
৯/সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রতুৎদগমন
১০/ পেয়ারা- পর্তুগিজ
১১/ তামার বিষ- অর্থের কু প্রভাব
১২/ গুনহীনের ব্যর্থ আস্ফলন- অসারের তর্জন গর্জন
১৩/ পরা - প্রারাভাব
১৪/ বীণাপাণি- ব্যধিকরন
১৫/বাংলা বর্ণ মালার উৎস- ব্রাক্ষীলিপি
১৬/ খ্রিস্টান - ইংরেজি + তৎসম
১৭/ call it a day-পুনরায় শুরু করা
১৮/ মরি মরি- উচ্ছাস
১৯/ সম্বোধন এর পর কমা বসে
২০/ book post- খোলা ডাক
২১/ দেশি শব্দ- গঞ্জ
২২/ রুপক কর্মধাীয়-
২৩/উষ্ণীষ-পাগড়ি
২৪/নাটিকা- ক্ষুদ্রার্থে
২৫/শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ
51. He left no Stone unturned
52.She used to helping the poor
53. Brief 's noun is brevity
55.Curd is made from milk.
56.The Headmaster and the president of the school Were present in the meeting
57.If he had been a human being, he would not have done this.
58.Antonym of benign is malignant
59. Do not putt off what you can do today.
60. Tale is a noum
61.In case of your failure to move, you will die
62.Mischievous
63.animated
64.He was seen playing by me
65.Boot leg means Smuggle
66.While I was playing in the field, I saw a dead cow.
67. But for your help, I would have failed
68.He was hanged for murder
69.I went there and sought a job.
70. Confirm means bear out
71. Opposite of Abduct is restore
72.The father with his seven daughters has left the house
73. She has no test for music
74. The authority took him to task.
75. He lived in a hut close to the river.
১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি।
১৬তম
শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক
নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই পরীক্ষায় প্রার্থীদেরকে
প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণদের দ্বিতীয়
ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে। চলবে ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ জুন পর্যন্ত। প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর।
বিজ্ঞপ্তি মতে,
পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস ৪০ বলে গণ্য হবে। পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে। চলবে ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ জুন পর্যন্ত। প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর।
বিজ্ঞপ্তি মতে,
পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস ৪০ বলে গণ্য হবে। পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
Apply: ntrca.teletalk.com.bd
Download Circular Pdf File:
Circular Photo:
Download hosse na keno pdf file
ReplyDelete