Friday, June 28, 2019

Primary 4th Step Exam Question Solution | 28 June 2019।প্রাথমিক ‍সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

Primary 4th Step Exam Question Solution | 28 June 2019

 

Primary 4th Phase Exam Question Solution 2019

Authority Name: Directorate of Primary Education
Type Of Exam: MCQ/ Written Exam 
Name Of Post: Assistant Teacher

4th Step Exam Date: 28th June, 2019

Start time: 10.30 AM to 11.30 AM


Exam Taker: BUET: Bangladesh University of Engineering and Technology

MCQ Exam marks: 80 and Viva Marks: 20

MCQ Exam Marks Distribution:
1. Bangla-20
2. English-20
3. Math-20
4. General Knowledge (GK)-20
Marks: 80

No. of Question: 80 ( Every question is equal 1 mark)

Negative Mark: .25 for each wrong answer

N.B: 1 Mark for one question and .25 Negative marking for each wrong answer.

Question:







 



Solution:


সেটঃ ১৭১২

১. যা আঘাত পায়নি- এর বাক্য সংকোচন?
উত্তরঃ অনাহত
২. কোনটি শুদ্ধ বাক্য?
উত্তরঃ আমার কথাই প্রামাণিত হলো।
৩. কোন বানানটি অশুদ্ধ?–
উত্তরঃ মনকষ্ট ( সঠিক মনঃকষ্ট)
৪. He was taken to task. অর্থ?
উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল
৫. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
উত্তরঃ ৪ জন
৬. যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে  ব্যঞ্জনগুলোকে বলে?
উত্তরঃ মহাপ্রাণ
৭.The Principal had an inquiry —-the case.
উত্তরঃ  into
৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন

৯.
১০.শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?–
১১.
১২.`অনুচিত শব্দটি কোন সমাস?–
১৩. কোনটি সঠিক?
উত্তরঃ Paper is made from wood
১৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Occasion
১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?–
১৬.
১৭.‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?–
১৮.
১৯.
২০.
২১.
২২. Which sentence is with correct punctuation?
উত্তরঃ Maria, my student, is on leave today.
২৩. I suggest that he—-there.
উত্তরঃ   goes
২৪.পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত–
২৫.
২৬. look forward means?
উত্তরঃ Expect with eager
২৭.
২৮.
২৯.
৩০. Grievance
৩১. Kamal said to me, what is your name? Indirect narration
উত্তরঃ Kamal asked me what my name was.
৩২.
৩৩.
৩৪.
৩৫.
৩৬.
৩৭.গরু ঘাস খায়- এখানে খায়  কোন কালের উদাহরণ?–
৩৯.
৪০.
৪১.
৪২.
৪৩.
৪৪.‘বিচ্ছিন্ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?—
৪৫.
৪৬.
৪৭.
৪৮.
৪৯.
৫০.
৫১.
৫২.শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি?–
৫৩.
৫৪.
৫৫.
৫৬.
৫৭.
৫৮.
৫৯.‘নামাজ, রোজা’ কোন দেশি শব্দ?—ফারসি শব্দ
৬০.বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?– ৩ প্রকার
৬১.
৬৩.
৬৩.
৬৪.
৬৫.
৬৬.
৬৭.‘কর্মভোগ এড়ানো যায় না’ এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে?–কৃতকর্ম
৬৮. কোনটি সঠিক বানান?– ঔজ্জ্বল্য
৬৯.
৭০.
৭১.
৭২.
৭৩.কোন বানানটি শুদ্ধ?– দূরীভূত
৭৪.
৭৫.
৭৬.
৭৭.

Like Our Facebook Page:  The Beauty Of Edward Campus
Our Facebook Group: Govt. Edward University College, Pabna [সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ]

 

শিক্ষক নিয়োগ ৪র্থ ধাপের প্রশ্ন সমাধান।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের বাংলা অংশের সমাধান
তারিখ:-২৮.০৬.২০১৯
(কোর্ড 4021 এবং 3918)
০১| সমজাতীয় একাধিক পদ পরস্পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
উত্তর→কমা বসে
(যেমন সুখ,দুঃখ,আশা,নৈরাশ্য)
০২| সংলাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর→সম্+লাপ
তেমনি সম্+বাদ=সংবাদ
০৩| “আকাশে”চাঁদ উঠেছে “আকাশে”কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→অধিকরণে ৭মী
(আকাশের যে কোন এক জায়গায়)
০৪| তার টাকা আছে কিন্তু দান করেন না।কোন ধরনের বাক্য?
উত্তর→যৌগিক বাক্য
(কিন্তু,সুতরাং,এবং ইত্যাদি যৌগিক অব্যয়)

০৫| “কাজলকালো”এর সঠিক ব্যাসবাক্য কী?
উত্তর→কাজলের ন্যায় কালো।
(উপমান কর্মধারয় সমাস কারণ কাজল বিশেষ্য কালো বিশেষণ)
০৬| জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?
উত্তর→সম্মুখ স্বরধ্বনি
০৭| বিনা যত্নে উৎপন্ন হয় যা”এক কথায়?
উত্তর→অযত্নলব্ধ
০৮| তালব্য বর্ণ কোনগুলো?
উত্তর→চ,ছ,জ,ঝ
০৯| মাছের মায়ের পুত্র শোক কী?
উত্তর→মিথ্যা শোক
১০| কোন বানানটি সঠিক?
উত্তর→কনিষ্ঠ
সমাধান→রমজান
১১| মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কোন ক্রিয়ার উদাহরণ?
উত্তর→প্রযোজক ক্রিয়ার
১২| “ঢেউ”এর প্রতিশব্দ কী?
উত্তর→ঊর্মি
১৩| “একেই কি বলে সভ্যতা” কার রচনা?
উত্তর→মাইকেল মধুসূদনের
১৪| কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর→ইতি
(অব,অতি,পরি সংস্কৃত)
১৫| কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তর→চালবাজ(ফারসি বাজ প্রত্যয়)
(কলমবাজ,ধান্দাবাজ ধোঁকাবাজ ইত্যাদি)
১৬| নদীটি উত্তরমুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর→দিক অর্থে
১৭| কোনটি সঠিক বানান?
উত্তর→সৌজন্য
(সৌজন্যতা প্রত্যয় জনিত ভুল)
(১৮ প্রশ্নটি স্পষ্ট দেখা যাচ্ছে না)
১৯| কোনটি তদ্ভব শব্দ?
উত্তর→চাঁদ—–চন্দ্র>চাঁদ
(চন্দ্র, সূর্য,গগন,ভবন,পবিত্র তৎসম)
২০| কোন বানানটি সঠিক?
উত্তর→রীতিনীতি
সমাধান Md. Ramjan(বি.এ অনার্স বাংলা)
(সমাধান কোর্ড 3918)
০১| কোন বানানটি সঠিক?
উত্তর→যথোচিত
(যথোচিত অর্থ যথেষ্ঠ বা উপর্যুক্ত)
০২| ইট-পাথরের দালান,এখানে “ইট-পাথরের” কোন কারকে কোন বিভক্তি?
উত্তর→করণে ৭মী
০৩| ছেড়া চুলে খোপা বাঁধা”মানে?
উত্তর→বৃথা চেষ্টা
০৪| ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি?
উত্তর→কৃপণ
(যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে- ব্যয় কুণ্ঠ)

০৫| উপকূল কোন সমাস?
উত্তর→অব্যয়ীভাব সমাস
(কূলের সদৃশ=উপকূল)
০৬| কোন বানানটি সঠিক?
উত্তর→অভ্যন্তরীণ
০৭| উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে কী বলে?
উত্তর→ওষ্ঠ ধ্বনি
০৮| “চিকুর”শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
উত্তর→কর
০৯| নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
উত্তর→খণ্ডিত(খণ্ড+ইত)
১০| সৈয়দ শামসুল হকের নাটক কোনটি?
উত্তর→পায়ের আওয়াজ পাওয়া যায়
(এটি কাব্যনাট্য-১৯৭৫)
১১| কোন বানানটি সঠিক?
উত্তর→গৃহিনী
১২| বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
উত্তর→নিমরাজি(ফারসি উপসর্গ)
১৩| কোনটি তৎসম শব্দ?
উত্তর→লক্ষ্য
১৪| কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর→তাহার জীবন সংশয়াপূর্ণ
১৫| এত অল্প টাকায় মাস চলবে না এখানে চলা কোন অর্থে ব্যবহৃত?
উত্তর→সংকুলান হওয়া
১৬| নাসিক্য বর্ণ কোনগুলো?
উত্তর→ঙ,ঞ,ণ
১৭| সমাসবদ্ধ পদ বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন বসে?
উত্তর→হাইফেন
(মা-বাবা,সাত-সতের)
২০| বাবুল পড়ে”এ বাক্যে পড়ে কোর ক্রিয়া?
উত্তর→অসমাপিকা ক্রিয়া
(কোন উত্তরে কনফিশন মনে হলে ঠিক করে নিন)


প্রাইমারি পরীক্ষার সাধারণ জ্ঞান,কম্পিউটার ও বিজ্ঞান অংশের সমাধান
.
উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা যায়
—-বিদ্যুৎ
.
ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন
—-নবাব আব্দুল গণি
.
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে
—-২৬ জুন ২০০০ সালে
.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত
—-৫:৩

.
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি
—-ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
.
বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়
—-প্রথম ৪ চরণ
.
অপটিক্যাল ফাইবার হলো
—–সরু কাচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়
.
বিশ্বে প্রথম কম্পিউটারের নাম হলো
—- ENIAC
.
কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত
—-নেদারল্যান্ড
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়
—-১৬ ডিসেম্বর,১৯৭২
.
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে
—-বাংলা ১১৭৬ সনে
.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে annihilate these demons শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন
—-কামরুল হাসান
.
IMF পূর্ণরূপ কি
—-International Monetary Fund
.
নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে
—-সৌর প্যানেল
.
এসিডের একটি ধর্ম হলো
——এটি নীল লিটমাস পেপারকে লাল করে।
.
কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে
—– ব্যাসিলাস (এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়।ধনুষ্টঙ্কার ,রক্ত আমাশাও সৃষ্টি করে )
.
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো
—-বায়ু,পানি ও সূর্যের আলো
.
কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পর্কৃত
—–হার্ট
.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি
—–ইউনিয়ন

He was taken to task. অর্থ?
উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল
৫. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
উত্তরঃ ৪ জন

৬. যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে?
উত্তরঃ মহাপ্রাণ
৭.The Principal had an inquiry —-the case.
উত্তরঃ into
৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন
৯.
১০.শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?–
১১.
১২.`অনুচিত শব্দটি কোন সমাস?–
১৩. কোনটি সঠিক?
উত্তরঃ Paper is made from wood
১৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Occasion
১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?–
১৬.
১৭.‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?–২২. Which sentence is with correct punctuation?
উত্তরঃ Maria, my student, is on leave today.
২৩. I suggest that he—-there.
উত্তরঃ goes
২৪.পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত–
২৫.
২৬. look forward means?
উত্তরঃ Expect with eager

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সেট ২৮১৫
১. Kamal did not join the army , here the word army is–
২. The study of religion is– Theology
৩. কোনটি সঠিক বানান- সৌজন্যে
৪. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?–
৫. 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 60 ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে–
৬. 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3 । ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে—
৭. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে-সম্মুখ স্বরধ্বনি
৮. Which one is reflexive pronoun—
৯. গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই , এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে-মিথ্যা শোক
১০. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কি–অযত্নজাত
১১. বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে–
১২.
১৩. কোনটি তদ্ভব শব্দ- চাঁদ
১৪. আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি-
১৫. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে-সেমিকোলন

১৬. 1024 এর বর্গমূল কত-
১৭. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি- কাজলের ন্যায় কালো
১৮. মনির ও বোনেরা এর অনুপাত 4ঃ3 । তপন রবিনের আই এর অনুপাত 5ঃ4 । মনিরের আয়ের 120 টাকা হলে রবিনের আয় কত-
১৯. মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া–প্রযোজক
২০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত-নিউইয়র্ক -নিউইয়র্ক
২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে-চট্টগ্রাম
২২. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত-ঢাকায়
২৩. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল-পাকিস্তান সেনাবাহিনী
২৪. Karim as well as rahim –praise–
২৫. কোনটি শুদ্ধ বাক্য-তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
২৬. Ensure means–
২৭. সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি- সম+ লাপ
২৮. I — him only one letter up to now—
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান— 52 বস
৩০. The child cried for — mother–
৩১. Which one is always used as singular–
৩২. 2+4+8+16+ ——- এই ধারাটির কত তম পদের মান 128 ?—
৩৩. Let the book be read by you “ বাক্যের active form হচ্ছে–

৩৪.
৩৫.
৩৬.
৩৭.
৩৯. কোন বানানটি শুদ্ধ-রীতিনীতি
৪০. At home এর অর্থ হচ্ছে–
৪১. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়- মধ্যাকর্ষ
৪২. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়–1997
৪৩. কোন বানানটি শুদ্ধ-কনিষ্ঠ
৪৪.
৪৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
৪৬. Black and blue অর্থ কি –
৪৭. দুইটি কোণের পরিমাপ এর যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর-
৪৮.
৪৯. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 । একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত-
৫০.
৫১. 80, 96—–128 শূন্যস্থানে সংখ্যাটি কত হবে-
৫২. নদী-টি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে- দিক
৫৩. 1971 সালের 7 ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন- ঢাকার রেসকোর্স ময়দান
৫৪. পুত্রজায়া হল- মালেশিয়ার প্রশাসনিক রাজধানী
৫৫.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়- ভিটামিন এ
৫৬. 6 টি পরস্পর পূর্ণ সংখ্যা দেয়া আছে প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত-
৫৭.কোনটি খাঁটি বাংলা উপসর্গ- আব
৫৮.
৫৯. একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে- মাইকেল মধুসূদন দত্ত
৬০. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি-আকর্ষী

৬১. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে-
৬২. তালব্য বর্ণ কোনগুলো-
৬৩. Synonym for magnificance- Splendid
৬৪. লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে–
৬৫. রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়- ভিটামিন ডি
৬৬. ঢেউ এর প্রতিশব্দ কোনটি- বীচি
৬৭. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত–
৬৮. Black and blue অর্থ কি–
৬৯. কোন বানানটি শুদ্ধ-
৭০. কোনটি present perfect tense এর উদাহরণ- I have heard the news
৭১. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত- ফিলিপাইন
৭২. ‍ A burning question means– An important question
৭৩. Bottom line means– The essential point
৭৪.বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের- মন্ত্রিপরিষদ শাসিত
৭৫. He addressed Mr . Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে-
৭৬. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর-গঙ্গা নদী
৭৭. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে- 2030 সালে
৭৮. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি-
৭৯. তার টাকা আছে কিন্তু দান করেন না কোন ধরনের বাক্য-যৌগিক
৮০.বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের কারণে- পরিবর্তিত হয়

38th BCS Written Exam Result 2019 । bpsc.gov.bd। ৩৮তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল


Bangladesh Election Commission (ECS) MCQ Exam Result 2019| ECS 21 June Exam Result | নির্বাচন কমিশন সচিবালয়ের ২১ জুন ২০১৯ তারিখে অনুষ্ঠিত বাছই পরীক্ষার ফলাফল

 

৪র্থ ধাপের সকল জেলার প্রশ্ন সমাধানঃ 

প্রশ্ন ও সমাধান [সকল কোড]

Question Code 2815 Solution:

Primary Exam Qustion Code 2815 Solution 

Question Code 1712 Solution:

Primary Exam Qustion Code 1712 Solution

Question Code 3918 Solution:

Primary Exam Qustion Code 3918 Solution


শেয়ার করুন

Author:

Admin.

2 comments: