Saturday, June 29, 2019

[Question Code:2815] Primary 4th Step Exam Question Solution | 28 June 2019।প্রাথমিক ‍সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

Primary 4th Step Exam Question Solution-Question Code:2815 | 28 June 2019।প্রাথমিক ‍সহকারী শিক্ষক নিয়োগের ৪র্থ ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

Primary 4th Phase Exam Question Solution 2019

Authority Name: Directorate of Primary Education
Type Of Exam: MCQ/ Written Exam 
Name Of Post: Assistant Teacher

4th Step Exam Date: 28th June, 2019

Start time: 10.30 AM to 11.30 AM



Exam Taker: BUET: Bangladesh University of Engineering and Technology

MCQ Exam marks: 80 and Viva Marks: 20

MCQ Exam Marks Distribution:
1. Bangla-20
2. English-20
3. Math-20
4. General Knowledge (GK)-20
Marks: 80

No. of Question: 80 ( Every question is equal 1 mark)

Negative Mark: .25 for each wrong answer

N.B: 1 Mark for one question and .25 Negative marking for each wrong answer.

Question:

Solution: 

Set Code: 2815
১. Kamal did not join the army , here the word army is?
উত্তরঃ collective noun
২. The study of religion is
উত্তরঃ Theology
৩. কোনটি সঠিক বানান?
উত্তরঃ সৌজন্য
৪. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
উত্তরঃ ২৫%
৫. ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে–
উত্তরঃ ৪০০
৬. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩ । ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?
উত্তরঃ ৮০ লিটার
৭. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে-সম্মুখ স্বরধ্বনি
৮. Which one is reflexive pronoun?
উত্তরঃ Myself
৯. গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই , এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে-মিথ্যা শোক
১০. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কি–অযত্নজাত
১১. বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে?
উত্তরঃ ১০৬৮০

১২. a= √3 + √2 হলে a3+3a+3a^-1+a^-1=?
উত্তরঃ 24√3
১৩. কোনটি তদ্ভব শব্দ?
উত্তরঃ চাঁদ
১৪. আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি-অধিকরণে ৭মী
১৫. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
উত্তরঃ কমা
১৬. 1024 এর বর্গমূল কত-৩২
১৭. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি- কাজলের ন্যায় কালো
১৮. মনির ও বোনেরা এর অনুপাত ৪ঃ৩। তপন রবিনের আই এর অনুপাত ৫ঃ৪ । মনিরের আয়ের ১২০ টাকা হলে রবিনের আয় কত?
উত্তরঃ ৭২ টাকা
১৯. মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
উত্তরঃ প্রযোজক
২০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক -নিউইয়র্ক
২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ চট্টগ্রাম
২২. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকায়
২৩. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?
উত্তরঃ পাকিস্তান সেনাবাহিনী
২৪. Karim as well as rahim –praise।
উত্তরঃ deserves

২৫. কোনটি শুদ্ধ বাক্য?
উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
২৬. Ensure means?
উত্তরঃ Make ensure
২৭. সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম+ লাপ
২৮. I — him only one letter up to now.
উত্তরঃ Have sent
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ ৫২ বছর
৩০. The child cried for — mother.
উত্তরঃ its
৩১. Which one is always used as singular?
উত্তরঃ Bread
৩২. 2+4+8+16+ ——- এই ধারাটির কত তম পদের মান 128 ?
উত্তরঃ ৭
৩৩. Let the book be read by you “ বাক্যের active form হচ্ছে–
উত্তরঃ read the book
৩৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Remittance
৩৫. কোন দেশটি SCHENGEN ভুক্ত নয়?
উত্তরঃ ব্রিটেন
৩৬. I would like—–information, please?
উত্তরঃ Some.
৩৭. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর
৩৯. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ রীতিনীতি

৪০. At home এর অর্থ হচ্ছে–
উত্তরঃ familiar with

Primary MCQ Solution

৪১. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়- অভিকর্ষ
৪২. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়–1997
৪৩. কোন বানানটি শুদ্ধ-কনিষ্ঠ
৪৪. Log8^2= কত?
উত্তরঃ 2/1
৪৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?
উত্তরঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল
৪৬. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে?
উত্তরঃ ৬০।
৪৭. দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর?
উত্তরঃ সম্পূরক কোণ
৪৮.x +x/1=2 হয় ,তাহলে x এর মান কত?
উত্তরঃ ১
৪৯. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 । একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ২৪
৫০. x^ – 3x -2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
উত্তরঃ ০
৫১. 80, 96—–128 শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
উত্তরঃ ১১২
৫২. নদীটি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ দিক

৫৩. 1971 সালের 7 ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
উত্তরঃ ঢাকার রেসকোর্স ময়দান
৫৪. পুত্রজায়া হল?
উত্তরঃ মালেশিয়ার প্রশাসনিক রাজধানী
৫৫.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ
৫৬. 6 টি পরস্পর পূর্ণ সংখ্যা দেয়া আছে প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত?
উত্তরঃ ৩৩
৫৭.কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তরঃ আব
৫৮. একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মি.লি। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
উত্তরঃ ৮.৪
৫৯. একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
৬০. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?
উত্তরঃ আকর্ষী
৬১. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ চালবাজ
৬২. তালব্য বর্ণ কোনগুলো?
উত্তরঃ ই,জ,ঞ,য়
৬৩. Synonym for magnificence?
উত্তর; Splendid
৬৪. লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
উত্তরঃ কখনই না

৬৫. রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
উত্তরঃ ভিটামিন ডি
৬৬. ঢেউ এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ বীচি
৬৭. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ২০০
৬৮. Black and blue অর্থ কি?
উত্তরঃ উত্তম-মধ্যম
৬৯. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Parallel
৭০. কোনটি present perfect tense এর উদাহরণ?
উত্তরঃ I have heard the news
৭১. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ফিলিপাইন
৭২.  A burning question means?
উত্তরঃ An important question
৭৩. Bottom line means?
উত্তরঃ The essential point
৭৪.বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের?
উত্তরঃ মন্ত্রিপরিষদ শাসিত
৭৫. He addressed Mr . Rahman and wished him good morning বাক্যটির direct speechহবে?
উত্তরঃ He said Good morning, Mr. Rahman.
৭৬. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর/
উত্তরঃ গঙ্গা নদী
৭৭. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?
উত্তরঃ 2030 সাল

৭৮. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি?
উত্তরঃ ৯
৭৯. তার টাকা আছে কিন্তু দান করেন না কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক
৮০.বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের কারণে- অপরিবর্তিত হয়

Like Our Facebook Page:  The Beauty Of Edward Campus
Our Facebook Group: Govt. Edward University College, Pabna [সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ]


৪র্থ ধাপের সকল জেলার প্রশ্ন সমাধানঃ 

প্রশ্ন ও সমাধান [সকল কোড]

Question Code 2815 Solution:

Primary Exam Qustion Code 2815 Solution 

Question Code 1712 Solution:

Primary Exam Qustion Code 1712 Solution

Question Code 3918 Solution:

Primary Exam Qustion Code 3918 Solution


শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: