Sunday, August 20, 2017

ব্যবসায় শিক্ষা অনুষদ-সরকারি এডওয়ার্ড কলেজ। অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য।Edward College Honours Admission 2019-20 Session

সরকারি এডওয়ার্ড কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের বিষয় সমূহে ভর্তির জন্য নিম্নবর্তী শর্তসমূহ।


১। এসএসএসি ও এইচএসসি যে কোন শাখা থেকে উত্তীর্ণ হলেই হবে।
২। পাশের বছরঃ এসএসসি, সমমান ২০১৬-১৭ এবং এইচএসসি, সমমান ২০১৮-১৯ হতে হবে।
৩। উভয় পরীক্ষায় সর্বনিম্ন এসএসসি জিপিএ ৩.০০ এবং এইচ এস সি জিপিএ- ২.৫০ প্রাপ্ত হয়ে মোট জিপিএ ৫.৫০ হতে হবে
৪। এসএসসি ও এইচএসসির জিপিএ অনুসারে মেধা স্কোর প্রণয়ননের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
৫। ব্যবসায় শিক্ষা অনুষদে বিষয় ভিত্তিক আলাদা যোগ্যতা প্রযোজ্য।
 মোট আসনের শতকরা হার অনুযায়ী ভর্তি করা হবেঃ


 মানবিক শাখা হতে ৫%
 বিজ্ঞান শাখা হতে ৫%
 ব্যবসায় শিক্ষা শাখা হতে ৯০%

                   

ব্যবসায় শিক্ষা অনুষদের বিষয় সমূহ এবং আসন সংখ্যা নিচে দেওয়া হলোঃ

সর্বমোট আসন সংখ্যাঃ ৮০০

১। হিসাববিজ্ঞান বিভাগ- ৩০০
২। ব্যবস্থাপনা বিভাগ- ৩০০
৩। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ-১০০
৪। মার্কেটিং বিভাগ-১০০



সরকারি এডওয়ার্ড কলেজে 2017-18 শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের বিষয় সমূহে ভর্তির জন্য নিম্নবর্তী শর্তসমূহ।   ১। এসএসএসি ও এইচএসসি যে কোন শাখা থেকে উত্তীর্ণ হলেই হবে।  ২। পাশের বছরঃ এসএসসি, সমমান ২০১৪-১৫ এবং এইচএসসি, সমমান ২০১৬-১৭ হতে হবে।  ৩। উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ প্রাপ্ত হয়ে মোট জিপিএ ৪.০০ হতে হবে  ৪। এসএসসি ও এইচএসসির জিপিএ অনুসারে মেধা স্কোর প্রণয়ননের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।  ৫। ব্যবসায় শিক্ষা অনুষদে বিষয় ভিত্তিক আলাদা যোগ্যতা প্রযোজ্য।   মোট আসনের শতকরা হার অনুযায়ী ভর্তি করা হবেঃ    মানবিক শাখা হতে ৫%   বিজ্ঞান শাখা হতে ৫%   ব্যবসায় শিক্ষা শাখা হতে ৯০%                         ব্যবসায় শিক্ষা অনুষদের বিষয় সমূহ এবং আসন সংখ্যা নিচে দেওয়া হলোঃ   সর্বমোট আসন সংখ্যাঃ ৭৩০   ১। হিসাববিজ্ঞান বিভাগ- ৩০০  ২। ব্যবস্থাপনা বিভাগ- ৩০০  ৩। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ- ৬৫  ৪। মার্কেটিং বিভাগ- ৬৫      ভর্তি প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে।   প্রাথমিক ভাবে অনলাইনে আবেদন শুরুঃ ২৪/০৮/২০১৭ তারিখ হতে   আবেদন শেষ হবেঃ ২০/০৯/২০১৭ তারিখ।   আবেদন করতে ক্লিক করুনঃ Apply Online



ভর্তি প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ভাবে অনলাইনে আবেদন শুরুঃ০১-০৯-২০১৯

আবেদন শেষ হবেঃ১৫-০৯-২০১৯


আবেদন করতে ক্লিক করুনঃ Apply Online

শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: