Monday, August 21, 2017

সমাজবিজ্ঞান অনুষদ-সরকারি এডওয়ার্ড কলেজ। অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য। Edward College Honours Admission 2019-20

সরকারি এডওয়ার্ড কলেজে ২০১৯-২০শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে সমাজবিজ্ঞান অনুষদের বিষয় সমূহে ভর্তির জন্য নিম্নবর্তী শর্তসমূহ।


১। এসএসএসি ও এইচএসসি যে কোন শাখা থেকে উত্তীর্ণ হলেই হবে।
২। পাশের বছরঃ এসএসসি, সমমান ২০১৬-১৭ এবং এইচএসসি, সমমান ২০১৮-১৯ হতে হবে।
৩। উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.৫০ প্রাপ্ত হয়ে মোট জিপিএ ৫.০০ হতে হবে
৪। এসএসসি ও এইচএসসির জিপিএ অনুসারে মেধা স্কোর প্রণয়ননের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
৫। সমাজবিজ্ঞান অনুষদে বিষয় ভিত্তিক আলাদা যোগ্যতা প্রযোজ্য।

 মোট আসনের শতকরা হার অনুযায়ী ভর্তি করা হবেঃ

★রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগে
 মানবিক শাখা হতে ৯০%
 বিজ্ঞান শাখা হতে ৫%
 ব্যবসায় শিক্ষা শাখা হতে ৫%

★অর্থনীতি বিভাগে
মানবিক শাখা হতে ৭৫%
বিজ্ঞান শাখা হতে ২০%
ব্যবসায় শিক্ষা শাখা হতে ৫%
                     

সমাজবিজ্ঞান অনুষদের বিষয় সমূহ এবং আসন সংখ্যা নিচে দেওয়া হলোঃ


সর্বমোট আসন সংখ্যাঃ ৮১০

১। অর্থনীতি বিভাগ- ২৭০
২। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ- ২৭০
৩। সমাজবিজ্ঞান বিভাগ- ২৭০





ভর্তি প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ভাবে অনলাইনে আবেদন শুরুঃ 

আবেদন শেষ হবেঃ

আবেদন করতে ক্লিক করুনঃ Apply Online



শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: