Wednesday, September 9, 2020

পাবনা এডওয়ার্ড কলেজে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির বিস্তারিত তথ্য



অত্র কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যার ফলে আপাতত কোটা প্রাপ্ত ছাড়া কোন ভর্তি ইচ্ছু শিক্ষার্থীকে স্ব-শরীরে কলেজে আসতে হবে না। তাদের কে- ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এর বিলার আইডি ২১৩৩ তে ভর্তি ফি জমা দিয়ে উক্ত পেমেন্ট স্লিপ এবং মূল নম্বরপত্র স্ক্যান করে কলেজের ই-মেইল সরকারি এডওয়ার্ড কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির নিয়মাবলী বর্ণনা করা হলোঃedwardcollegebd@yahoo.com এ নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য- ক্লাস শুরুর দিন নিম্নে উল্লেখিত কাগজপত্র একটি A4 সাইজের খামে নাম,ঠিকানা,মোবাইল নম্বর ও ক্লাস রোল লিখে জমা দিতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবেঃ

১. অনলাইন থেকে প্রাপ্ত চূড়ান্ত ভর্তির আবেদন ফরম ও মূল আবেদন ফরমের ফটোকপি।

২. এসএসসি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও মূল ট্রান্সক্রিপটের ফটোকপি।

৩. স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র মূলকপি ও মূলকপির ফটোকপি।

৪. এসএসসি পরীক্ষার রেজিঃ ও প্রবেশ পত্রের ফটোকপি।
৫. সদ্য তোলা পাসপোর্ট আকারের ২ কপি রঙিন ছবি।

৬. পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর ফটোকপি।

 

অন-লাইনে ভর্তি ফরম পূরণ ও জমাদানের তথ্যঃ

সকল শাখা ( বিজ্ঞান,মানবিক,ব্যবসা)

তারিখঃ ১৩-০৯-২০২০ থেকে ১৭-০৯-২০২০

ভর্তি ফিঃ ২০০০ টাকা

অনলাইনে ভর্তি প্রক্রিয়াঃ

প্রথম ধাপঃ

ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এর বিলার আইডি ২১৩৩ তে ভর্তি ফি ২০০০ টাকা প্রদান করতে হবে।

দ্বিতীয় ধাপঃ

http://www.bigm-bd.com/edward/ এ ঠিকানায় প্রবেশ করতে হবে।এরপর Xi Class Admission-2020 অপশনে ক্লিক করতে হবে। শিক্ষার্থীর এসএসসি রোল নম্বর ও রকেটের পেমেন্ট Transaction ID ব্যবহার করে লগ ইন করতে হবে।এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করতে হবে এবং Yes বাটনে ক্লিক করলে Successful লেখা আসবে এবং ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

উক্ত প্রিন্ট কপি এবং মূল নম্বরপত্র স্ক্যান করে কলেজের ই-মেইল edwardcollegebd@yahoo.com এ নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।

যে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জানাতে পারেন।

ফেসবুক পেজ লিংকঃ www.facebook.com/gecpabna

গ্রুপ লিংকঃ https://www.facebook.com/group/govt.edwardcollegepabna

 কলেজ কর্তৃক বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাঃ






শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: