২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ
শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশে একযোগে এ ভর্তি প্রক্রিয়া
অনুষ্ঠিত হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ
শ্রেণিতে ভর্তির কার্যক্রম নিম্নে দেওয়া হলোঃ
#১ম পর্যায়ঃ
*** অনলাইনে আবেদন শুরুঃ
০৯-০৮-২০২০
*** অনলাইনে আবেদন শেষঃ
২০-০৮-২০২০
*** ১ম পর্যায়ের ফল প্রকাশঃ
২৫-০৮-২০২০ (রাত ৮টায়)
*** যারা ১ম পর্যায়ে কলেজ পাবে
তাদের কলেজ নিশ্চয়নঃ ২৬-০৮-২০২০ থেকে ৩০-০৮-২০২০
*** ১ম পর্যায়ের মাইগ্রেশনের ফল
প্রকাশঃ ০৪-০৯-২০২০ (রাত ৮টায়)
#২য় পর্যায়ঃ
*** অনলাইনে আবেদন শুরুঃ
৩১-০৮-২০২০
*** অনলাইনে আবেদন শেষঃ
০২-০৯-২০২০
*** ২য় পর্যায়ের ফল প্রকাশঃ
০৪-০৯-২০২০ (রাত ৮টায়)
*** যারা ২য় পর্যায়ে কলেজ পাবে তাদের কলেজ নিশ্চয়নঃ ০৫-০৯-২০২০ থেকে ০৬-০৯-২০২০
*** ২য় পর্যায়ের মাইগ্রেশনের ফল
প্রকাশঃ ১০-০৯-২০২০(রাত ৮টায়)
#৩য় পর্যায়ঃ
*** অনলাইনে আবেদন শুরুঃ ০৭-০৯-২০২০
*** অনলাইনে আবেদন শেষঃ ০৮-০৯-২০২০
*** ৩য় পর্যায়ের ফল প্রকাশঃ ১০-০৯-২০২০ (রাত ৮টায়)
*** যারা ৩য় পর্যায়ে কলেজ পাবে তাদের কলেজ নিশ্চয়নঃ ১১-০৯-২০২০ থেকে ১২-০৯-২০২০
***কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল
প্রকাশঃ ১৩-০৯-২০২০ (সকাল ৮টয়)
***
ভর্তিঃ ১৩-০৯-২০২০ থেকে ১৫-০৯-২০২০
বিঃদ্রঃ
আবেদনকারীকে কমপক্ষে ৫টি কলেজ পছন্দ দিতে হবে এবং সর্ব্বোচ ১০ টি কলেজ পছন্দ দিতে
পারবে। মেধা ও পছন্দক্রম অনুযায়ী ফলাফল প্রণয়ণ করা হবে। যে কোন পর্যায়ে কলেজ
প্রাপ্ত হলে তা নিশ্চয়ন করতে হবে তা না হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত
বিজ্ঞপ্তিতে দেখুনঃ
আবদেন
লিংকঃ
0 coment rios: