দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কতৃক আয়োজিত সপ্তদশ ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ তে অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহব্বান করা যাচ্ছে।
Online আবেদনপত্র পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময়: ২৩ জানুয়ারি বিকাল ৪টা থেকে
আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২০ রাত ১২টা পর্যন্ত
প্রিলিমিনারী পরীক্ষা : ১৫ মে ২০২০
লিখিত পরীক্ষা: ০৭ আগষ্ট ২০২০-স্কুল পর্যায়, ৮ আগষ্ট কলেজ পর্যায়
আবেদন ফি : ৩৫০ টাকা
আবেদন লিংক : ntrca.teletalk.com.bd
Circular:
Appeared দিয়ে আবেদন করা যাবে কিনা ?
(Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সদ্য উর্ত্তীন প্রার্থীগণ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট, নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষাকালে প্রদর্শনের জন্য সংরক্ষণ করবেন।
অনলাইনে আবেদনের প্রক্রিয়া
শিক্ষাগত যােগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করতে যােগ্য ও ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বার্টন সিলেক্ট করে
আবেদনপত্র ফরম ওপেন করতে হবে ।
Online আবেদন পত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈঘ্য ৩০p x প্রস্থ ৮০) pixel ও রঙ্গিন ছবি (সৈহ ৩০০ x প্র ৩০০) pixel স্ক্যান করে
নির্ধারিত স্থানে Upload করবেন ।
Online আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা ও অ্ন্যান্য সকর কার্যক্রমসহ উর্ত্তীন প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র প্রেরণ (Submit) করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।। পূরণকৃত সকল তােের সঠিক সম্পর্কে প্রার্থী নিজে শতগুলি নিশ্চিত হবেন ।আবেদনপত্রপ্রেরণ (Submit) করার পর কোন তথ্য সংশােধনথোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য কোন প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোন প্রার্থী বিদেশ হতে তাঁর
প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন।
১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০।
আবেদন করুনঃ ntrca.teletalk.com.bd
0 coment rios: