Saturday, September 28, 2019

NSI AD Exam Question Solution 2019 | 28 September NSI Exam Question Solve

 NSI-Prime Minister Office AD Exam Question Solution.
পদের নাম: সহকারী পরিচালক
পরীক্ষার তারিখঃ  ২৮ সেপ্টেম্বর ২০১৯
পরীক্ষার সময়ঃ বিকাল ০৩.৩০ - ০৪.৩০ টা
পদসংখ্যা: ১৭৭ টি
পরীক্ষা কেন্দ্র: ঢাকা


 NSI TODAY AD EXAM QUESTION SOLVE


 স্বাধীনতার ঘোষণাপত্র কোন _সংশোধনী তে যোগ করা হয়?— ১৫তম।

মূল্য সংযোজন কর কবে চালু করা হয়?— ১৯৯১ সালে। { জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় _১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।}


ধর্ম সংবিধানের _কোন অনুচ্ছেদে? — ৪১

মেলানেশিয়ার দেশ? — ফিজি

রুপাই কোন _রচনার চরিত্র?— নকশী কাঁথার মাঠ।


দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশা।

LNG কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালি

মিশরের তাহরির _স্কয়ার কি বলা হয়?— “তাহরির স্কয়ার” বা মুক্ত স্কয়ার”

ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? —

স্ববভাবতই মূর্ধন্য ণ হয় কোনটাতে?—


She left USA _(for good).?— forever


CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?—FAO

রাতের আকাশে তারা দেখা যায়-কোন কারকে কোন বিভক্তি?—

নিচের কোনটি _অলুক তৎপুরুষ?– সোনার তরী।

নিচের কোনটি সমাসব্দ্ধ পদ?— “আমরা।

নাতিশীতোষ্ণ _কোন সমাস? — তৎপুরুষ।

‘বাবা’ কোন ভাষার শব্দ?— তুর্কি।


প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?— চীন।

কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর: তরবারি।


রাতে তারা দেখা যায়। কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অধিকরণে শুন্য।

বাংলা

১. বিপরীতার্থক শব্দ: উন্মীলিত-নির্মীলিত
২. কোনটি ফারসি উপসর্গ-কম
৩. রাতে তারা দেখা যায় এখানে রাতে-- অধিকরনে ৭মী
৪. নাতিশীতোষ্ণ কোন সমাস-নঞ্ তৎপুরুষ
৫. কোনটি অলুক তৎপুরুষ সমাস-- সোনার তরী
৬.কৃপাণ শব্দের অর্থ-তরবারি
৭. বাবা --- তুর্কি শব্দ
৮. মৌন এর বিপরীত -- মুখর
৯. Defendant এর পরিভাষা--- বিবাদী
১০. হাড়ে বাতাস লাগা(শান্তি পাওয়া) -- কোনটিই নয়
১১. উত্থাপন এর সন্ধি-- উৎ+স্থাপন
১২. কুহক এর স্ত্রীবাচক শব্দ - কুহকিনী
১৩. স্বভাবতই মূর্ধন্য-- বাণ
১৪. কাদনা>কান্না-- সমীভবন
১৫. সমাসের মাধ্যমে গঠিত শব্দ - আমরা
১৬. যুগসন্ধিক্ষনের কবি-- ঈশ্বরচন্দ্রগুপ্ত
১৭. বার্ধক্য তাহাই যাহা পূরাতনকে.. যৌবনের গান
১৮. মানিক বন্ধ্যোপাধ্যায় রচিত -- আতসী মামী
১৯. রুপাই কবিতাটি -- নকশি কাথার মাঠ থেকে নেওয়া
২০. মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক-- চন্দ্রকুমার দে।


English:
1. Raucous
2. Average
3. Limpid
4. Significant
5. consent
Read the tex below and decide the best answer
6. contemporary
7. covetous
8. exposed
9. Conducive
10. commodity
Find the incorrect words
11. There is no mother..(E)
12. I need to buy...equipments
13. I would rather die..Bribe
14. The picture has... hung
15. I prefer tea....than
16. cats and dogs-- heavily
17. look into-- investigate
18. deny -- refuse
19. for good -- for ever
20. Out of order-- none


সাধারন জ্ঞান (২০x১.২৫=২৫)

  1. দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশ
  2. স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— পঞ্চদশ
  3. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণগ্রহন করে- আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (IDA) থেকে
  4. বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কিত?- গলফ
  5. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের স্বীকৃতি কোন সংস্থা থেকে লাভ করে?- WIPO
  6. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালী
  7. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায়? – ঢাকা
  8. মূল্য সংযোজন কর দিবস- ১০ ডিসেম্বর ( ২০১৭ হতে পালিত হচ্ছে এই দিনে, আগে ছিল ১০ জুলাই)
  9. আমাজন বনভূমি কোন ধরণের বনভূমি- ঘনবর্ষন বনাঞ্চল
  10. সঙ্গবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে — ৪১
  11. মিলোনেশিয়ার দেশ? — ফিজি
  12. জি-৭ থেকে যোগদান করে আবার বের হয়ে গেছে? – রাশিয়া
  13. CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?—FAO
  14. ওজোন স্তর সুরক্ষায় স্বাক্ষরিত হয়?- ভিয়েনা কনভেনশন
  15. প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?- চীন
  16. সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র? – তাজিকিস্তান
  17. ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — জর্জিয়া
  18. ওপেন সোর্স অপারেটিং সিস্টেম- Ubuntu
  19. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ? – পাকিস্তান
  20. কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পান? – কেউ না
 

Today NSI AD Exam Question:






Update Colse,Please wait


NSI এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী, প্রবেশ পত্র ও পরীক্ষা কেন্দ্র (বিগত সালের প্রশ্ন ও পরামর্শ সহ) 

শেয়ার করুন

Author:

Admin.

2 comments: