Friday, September 27, 2019

৪০৭ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি ২৩ টি পদে মোট ৪০৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ৫-০৯-২০১৯ থেকে । আবেদন করা যাবে ৫-১০-২০১৯ পর্যন্ত।




পদের নাম ও পদসংখ্যা

ফার্মাসিস্ট-০৪

ড্রাফটসম্যান-০৭

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১

উচ্চমান সহকারী-০৯

হিসাব রক্ষক-০৬

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৩

লাইব্রেরিয়ান-০৩

ক্রাফট  ইন্সপেক্টর- ৩১

ক্রাফট  ইন্সপেক্টর (টি আর/  ইলেকট্রনিক্স/টেক) - ২৭

ড্রাইভার-১০

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৫

হিসাব সহকারী-২২

ক্যাশিয়ার-০২ 

সহকারী লাইব্রেরিয়ান-০১



সরকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার-০৬  



ইলেকট্রিশিয়ান-০১ 



 ফিল্ডম্যান-১৪  



ল্যাবরেটরী বেয়ারার -০১  



বুক সর্টার-১৭  



অফিস সহায়ক-১৮৭

 

গার্ডেনার-০৩ 



স্টোর খালাসী/ ওয়ার্কসপ খালাসী-০৪

  

নিরাপত্তা প্রহরী- ১০

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০১-০৯-২০১৯  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর  ।  

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dte.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী  ৫-১০-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।



বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:




শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: