সরকারি এডওয়ার্ড কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলিঃ
সরকারি এডওয়ার্ড কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অন-লাইনের মাধ্যমে সম্পন্ন হবে।ভর্তির জন্য বোর্ড কর্তৃক নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিম্নে উল্লিখিত তারিখ ও সময়ে ভর্তি কার্যক্রম চলবে। নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে তাদের মনোনয়ন আপনা আপনি বাতিল হয়ে যাবে।
XI Admission Notice-Govt. Edward College Pabna |
অনলাইনে ভর্তি ফরম পূরণ ও কলেজে জমাদানের তথ্যঃ
অন-লাইনে ভর্তি ফি জমাদান ও ভর্তি ফরম পূরণের তারিখঃ
২৭-০৬-২০১৯ থেকে ৩০-০৬-২০১৯ তারিখ। (সকল শাখা)
ভর্তি ফি পরিমাণঃ
২০০০ টাকা।
কলেজে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের তারিখঃ
২৭-০৬-২০১৯
২৯-০৬-২০১৯
৩০-০৬-২০১৯
(সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত) ।
ভর্তি ফি প্রদানের নিয়মঃ
ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে বিলার আইডি -২১৩৩ তে কলেজের পাওনা ২০০০ টাকা জমা দিতে হবে।
পদ্ধতিঃ মোবাইল থেকে Dial *322# > Replay-1(Payment) > Replay-1(Bill Pay) > 1.Self 2.Others ( 2.Others= Your Mobile No) > Replay1(Billar ID)>2133> Replay(Bill No)> Students SSC Roll No> Amount(2000 TK)> Your Rocket Account Pin> Successful SMS.
*Successful SMS থেকে পেমেন্টের ট্রানজেকশন আইডি সংরক্ষন করবেন ।
এরপর ওয়েবসাইট http://www.bigm-bd.com/edward থেকে XI Admission 2019 ক্লিক করে এসএসসি রোল এবং ট্রানজেকশন আইডি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে সাবমিট করে ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
*আলাদা পেমেন্ট স্লিপ লাগবে না।
* কলেজে যে সকল কাগজ পত্র জমা দিতে হবেঃ
১. অনলাইন থেকে প্রাপ্ত চূড়ান্ত ভর্তির আবেদন ফরম ও মূল আবেদন ফরমের ফটোকপি- ১ কপি
২. এস এস সি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও মূল ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
৩. প্রশংসা পত্রের মূলকপি ও প্রশংসা পত্রের ফটোকপি।
৪. রেজি: কার্ড ও প্রবেশ প্রত্রের ফটোকপি।
৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
৬. পিতা,মাতার জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট এর ফটোকপি।
৭. নাম,ঠিকানা, মোবাইল নম্বর ও ক্লাস রোল নং সম্বলিত লেখা A4 সাইজের একটি খাম।
ক্লাস শুরুর তারিখঃ ০১-০৭-২০১৯ তারিখ।
More Information:
Like Our Facebook Page: The Beauty Of Edward Campus
Our Facebook Group: Govt. Edward University College, Pabna [সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ]
0 coment rios: