Tuesday, May 21, 2019

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণ ও প্রেরণ:


===১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণ ও প্রেরণ:

.
১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির রেজাল্ট।
যেখানে ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জনের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। পাশ করেছেন মাত্র ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মোট পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ।
.
তো যারা ২০.৫৩% এর মধ্যে আছেন নিজেদের লাকি ভাবতে পারেন। কেননা এতো বেশি মানুষ ফেল করেছে অথচ আপনি পাশ!
.
NTRCA এর নির্দেশনা অনুযায়ী যারা প্রিলিতে পাশ করেছেন তাদের কিছু ডকুমেন্ট পাঠাতে হবে।
.
আসুন জেনে নেই, সেগুলো কি কি-
.
১। Applicant's Copy. মানে আপনি অনলাইনে প্রথমে যে আবেদন করেছিলেন সেই ফরম।
২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩। স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের পরীক্ষার নম্বরপত্র (মার্ক শিট/টেবুলেশন শিট) এর সত্যায়িত ফটোকপি। 
৪। নাগরিক সনদপত্র (ইউনিয়ন পরিষদ / বা ওয়ার্ড থেকে নিবেন স্থায়ী ঠিকানা অনুযায়ী) এর সত্যায়িত ফটোকপি। 
৫। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম-নিবন্ধনের ফটোকপি; যে কোনো একটি দিলে হবে।
৬। কেবল সহকারী শিক্ষক পর্যায়ের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক অনলাইন আবেদন পত্রে উল্লেখিত Optional Subject এর স্বপক্ষে প্রমাণস্বরূপ স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের প্রবেশপত্র/পত্রসমূহ প্রেরণ করতে হবে।
৭। প্রযোজ্যদের ক্ষেত্রে প্রশিক্ষণের সনদপত্র পাঠাতে হবে।
.
*এখানে উল্লেখ্য যে, সকল কাগজপত্র প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।
.
কাগজপত্র পাঠাতে হবে ডাকযোগে, হাতে হাতে দিলে হবে না। কাগজপত্র পাঠাবেন বড় খাকী খামে করে। আর খামের উপর অবশ্যই বড় লিখবেন " পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৮ এর আবেদন পত্র "


.
***যে ঠিকানায় কাগজপত্র সংবলিত চিঠি পাঠাবেন:
.
প্রাপক:
ঢাকা জি.পি.ও বক্স নম্বর -১০৩
ঢাকা-১০০০।
.
****কখন পাঠাবেন চিঠি:
আপনার মেবাইলে SMS করে তারিখ ও সময় জানিয়ে দিবে NTRCA কর্তৃপক্ষ।
তবে আপনাকে এখন থেকে লিস্ট ধরে কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। একটু হেয়ালি এর কারণে দেরিতে চিঠি গেলে আপনার সব মাটি হয়ে যাবে।
তাই আগেই সব রেড়ি করে রাখুন, ডেইট দিলি পাঠিয়ে দিবেন শুধু।
.
*** লিখিত পরীক্ষা কখন হবে:
২৬ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দিন ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই লিখিত পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত চলবে।
.
*লিখিত পরীক্ষা হবে বিভাগীয় ৮টি শহরে।
.
***লিখিত পরীক্ষার এডমিট কোথায় পাবো:
উত্তর: NTRCA এর ওয়েবসাইটে। তবে ভাইভার এডমিট কার্ড আলাদা হবে, রিটেনে টেকার পর। শুধু যারা রিটেনে টিকবে, তারা NTRCA এর ওয়েবসাইট থেকে ভাইভা কার্ড ডাউনলোড করতে হবে।


© গাজী মিজানুর রহমান স্যার
*৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
*সাবেক সিনিয়র অফিসার
(পূবালী ব্যাংক লিমিটেড)
*সাবেক সহকারী শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়
(৩৪তম বিসিএস নন-ক্যাডার)
*১০ম NTRCA (প্রভাষক)
*সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক: BCS টেকনিক
(BCS স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
©লেখক: BCS Preliminary Analysis
(বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক BCS প্রিলির পূর্ণাঙ্গ বই)
.

শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: