Thursday, August 17, 2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।





সার্কুলার পিডিএফ ফাইলঃ Circular Download




জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান/অনার্স) ১ম বর্ষে ভর্তির আবেদন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর
ভর্তি প্রাথমিক আবেদন অনলাইনে ২৪ আগষ্ট ২০১৭
তারিখ থেকে শুরু হবে।
==========
☞ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স
১ম বর্ষের ভর্তি সংক্রান্ত তথ্যাবলী>>>
↓↓
☞ ভর্তির আবেদন শুরু: ২৪ আগষ্ট ২০১৭ বিকাল ৪টা থেকে
==========
☞ ভর্তির আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০১৭ রাত ১২ টা পর্যন্ত।
==========
☞ ভর্তির আবেদন পত্র সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ: ২৬ আগষ্ট ২০১৭ থেকে ২১ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত।
==========
☞ ক্লাস শুরুর তারিখঃ ১৫ অক্টোবর  ২০১৭
==========
☞ আবেদন ফি: ২৫০ টাকা।
==========
☞ যারা আবেদন করতে পারবে:
২০১৪ ও ২০১৫ সালে #SSC ও সমমান পাশ
এবং
২০১৬
ও ২০১৭ সালে #HSC ও সমমান পাশকৃত ছাত্র-
ছাত্রীরা।
এর বাইরে আবেদন করতে পারবে না।
============
☞ আবেদনের নূন্যতম যোগ্যতা: এস.এস.সি জিপিএ ২.০০ ও
এইচ.এস.সি জিপিএ ২.০০ সহ মোট জিপিএ ৪.০০ থাকতে
হবে চতুর্থ বিষয় সহ।
===========
☞ ভর্তিচ্ছুক সংস্লিষ্ট বিষয়ে নূন্যতম গ্রেড পয়েন্ট ৩.০০ পেতে হবে।
===========
☞একজন প্রার্থী শুধুমাত্র একটি কলেজের জন্য ভর্তি
ফরম পূরণ করতে পারবে।
==========
☞ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম পূরণের
ঠিকানা: www.nu.edu.bd/admissions
অথবা- www.admissions.nu.edu.bd
==========
☞যদি কোন প্রার্থীর ফরম পূরণে কোন প্রকার ভুল হয় এবং সংশ্লিষ্ট কলেজে তা জমা দিয়ে থাকে তাহলে সে তা cancel করে পুনরায় ঠিক করতে পারবে। তবে কলেজে জমা দেবার পর তা আর কোনো ভাবেই ঠিক করা যাবে না।
============
☞বিঃদ্রঃ সংশোধনের সুযোগ মাত্র একবার।
==========
☞ভর্তির জন্য কোন প্রকার পরীক্ষা দেয়া লাগবে না।
SSC ও HSC তে প্রাপ্ত জিপিএ এর উপর ভিত্তি করে
মেধা তালিকা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
===========
☞ জিপিএ স্কোর বের করার নিয়মঃ
→এসএসসি ৪০%
→এইচএসসি ৬০%
==========
(এসএসসি প্রাপ্ত জিপিএ ৮ এবং এইচএসসি প্রাপ্ত
জিপিএ ১২ দিয়ে গুন করে মেধা স্কোর বের করতে হবে
৪র্থ বিষয় সহ।)
==========
☞ ফলাফলঃ
এ ভর্তি কার্যক্রমে পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, আসন শুণ্য থাকা সাপেক্ষে ২য় মেধাতালিকা  এবং কোটা ভুক্তদের জন্য আলাদা ভাবে কোটা মেধাতালিকা প্রকাশ করা হবে। যার তারিখ #জাবি কর্তৃপক্ষ পরবর্তীতে নোটিশ দিয়ে তাদের website ও সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দিবে।
==========
☞ রিলিজস্লিপঃ
যে সকল প্রার্থী ক) ১ম ও ২য় মেধা তালিকায় ভর্তির সুযোগ পাবে না, (খ) সুযোগ পেয়েও ভর্তি বাতিল করবে, (গ) অথবা প্রাপ্ত বিষয়ে ভর্তি হবে না
সে সকল প্রার্থী পরবর্তীতে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে যেখানে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে কোনো ৫টি কলেজ নির্ধারণ করে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য রিলিজ স্লিপের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করা হবে ।  তবে যারা এখানেও চান্স পাবে না তারা আর কোনো সুযোগ পাবে না ভর্তির জন্য।
=========
☞স্নাতক (সম্মান) শ্রেণীর বিষয় সমূহ :
 💢BA : Bachelor of ARTS
১) ইংরেজি,      ২) বাংলা,
৩) আরবি,       ৪) সংস্কৃত,
৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃত, ৬) ইসলামিক স্টাডিজ,
৭) ইতিহাস,     ৮) দর্শন,
৯) গ্রন্থাগার বিজ্ঞান,  ১০) পালি;
💢 BSS : Bachelor of Social Science
১) অর্থনীতি,     ২) সমাজবিজ্ঞান,
৩) সমাজকর্ম,   ৪) রাষ্ট্রবিজ্ঞান,
৫) নৃ-বিজ্ঞান;
💢BBA : Bachelor of Business Administration
১) হিসাববিজ্ঞান,   ২) ব্যবস্থাপনা,
৩) ফিন্যান্স,           ৪) মার্কেটিং;
💢BSC : Bachelor of Science
১) রসায়ন,        ২) পদার্থবিজ্ঞান,
৩) গণিত,         ৪) প্রাণ-রসায়ন,
৫) পরিবেশ বিজ্ঞান,   ৬) প্রাণীবিজ্ঞান
৭) উদ্ভিদবিজ্ঞান,      ৮) মৃত্তিকাবিজ্ঞান,
৯) পরিসংখ্যান,       ১০) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
১১) মনোবিজ্ঞান,    ১২) গার্হস্থ্য অর্থনীতি;


শেয়ার করুন

Author:

Admin.

0 coment rios: